রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০৮ অপরাহ্ন
খবরের আলো রিপোর্ট :
ফরিদপুরের বোয়ালমারী এলাকায় আধিপত্যের জেরে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।
বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম সমকালকে বলেন, সকাল ৮টার দিকে সাবেক উপজেলা চেয়াম্যান সৈয়দ আব্দুর রহমান বাশার পক্ষের সঙ্গে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাইদ মিয়া পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হন।
তিনি বলেন, সংঘর্ষ চলাকালে গুলিতে সৈয়দ নাজিম আলী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। বাশার ও সাইদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ চলে আসছিলো।
ওসি আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত কিশোর নাজিম আলীর লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।