বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৭:৩৫ পূর্বাহ্ন
যশোর সদর উপজেলার রহমতপুর কানাগেট এলাকায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমরা খবর পাই রহমতপুর কানাগেট এলাকায় ‘গোলাগুলি’ হচ্ছে। এরপর পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, দুটি হাসুয়া, গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে।