মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৭:৪০ অপরাহ্ন
অবসর নেয়ার পর কেন গ্রামে চলে যাবেন, তার কারণ জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে গ্রামে জন্মেছি ও বেড়ে উঠেছি সে গ্রামের স্মৃতি বড় মধুর। গ্রামের কাদামাটি মেখে বড় হয়েছি। এ স্মৃতি কোনো দিন ভোলা যায় না, মোছা যায় না।
গত মঙ্গলবার গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা পার্টির (ভিডিপি) ৩৯তম জাতীয় সমাবেশ উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজনীতি থেকে অবসর নেয়ার পর তিনি গ্রামে চলে যাবেন। সেখানেই অবসরজীবন কাটাবেন।
তিনি আরও বলেন, গ্রামের নির্মল বাতাস এখনো আমাকে টানে। ইটপাথরের এই নগরী আর ভালো লাগে না। গ্রামের নির্মল বায়ু, খোলামেলা আকাশে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়া যায়। এ কারণে অবসরে গ্রামে থাকা আমার খুব আকাঙ্ক্ষা।