রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০১:৫৯ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ইলিয়নিসে শিল্প কারখানায় এলোপাথাড়ি গুলি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে হত্যা করেছে প্রতিষ্ঠানটিরই এক কর্মী। এ ঘটনায় পাঁচ পুলিশও আহত হয়। পরে হামলাকারীও গুলিতে নিহত হন। রয়টার্স।
ইলিয়নিস রাজ্যের অ্যাওরোরায় শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারী ওই কর্মীর নাম গ্যারি মার্টিন। তার বয়স ৪৫।
বিবিসি জানিয়েছে, ইলিয়নিসের শিকাগো শহর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অ্যাওরোরা অবস্থিত। পুলিশের এক মুখপাত্র দাবি করেছেন, হামলার সময় বন্দুকধারী নিজের গুলিতেই নিহত হন। এর আগে তার অতর্কিত আক্রমণে পাঁচ কর্মকর্তা মারা যান।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে এক স্কুলে বন্দুক হামলার ঘটনার এক বছর পূর্তির ঠিক একদিন পর এ হামলার ঘটনা ঘটলো। স্কুলে চালানো ওই হামলায় ১৭ জন নিহত হয়েছিলো।
হামলার পর হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘ঘটনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবগত রয়েছেন। আজ সকালে ট্রাম্পকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।’