মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৭:৪৫ অপরাহ্ন
যান্ত্রিক ত্রুটির কারণে সাভারসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
শনিবার সকাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস সূত্রে জানা যায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
জানা যায়, আশুলিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পীরেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কাদিরাবাদ, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, কলাবাগান, আজিমপুর ও হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে গ্যাস নেই।
জিটিসিএল সিস্টেম ডিপার্টমেন্ট অপারেশন বিভাগের (উত্তর) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার ভালভটি নষ্ট হয়। ভালভ পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে। আগামীকাল রোববার থেকে হয়তো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।