সোমবার, ০৮ মার্চ ২০২১, ০১:১৪ অপরাহ্ন
খবরের আলো :
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের অন্যন্য স্থানের মতো দিনাজপুরের হাকিমপুর সীমান্ত এলাকায় সার্বজনীন এ উৎসবকে ঘিরে নানা আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে জোরেসোরে। দম ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। কোন মন্ডবে প্রতিমা তৈরীর কাজ শেষ, আবার কোন মন্ডবে প্রতিমার গা’য়ে পড়ছে রঙতুলির আঁচড়। আগামী ৮ সেপ্টেম্বর মহালয়া ও ১৫ সেপ্টম্বর মহাষষ্টীর মাধ্যমে শুরু হবে হিন্দু ধর্মাম্বলীদের বৃহৎ এই দূর্গোৎসব। তাদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
হাকিমপুর উপজেলা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক জনার্দ্দন চন্দ্র রায় জানান, এবার হাকিমপুর উপজেলায় ২০ টি মন্ডবে দূর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ‘মা’ কে বরণে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। চলছে প্যন্ডেলসহ মন্ডব সাজানো কাজ। গতবারের চেয়ে এবার পূজার খরচ বেড়ে গেলেও আয়োজনে কমতি নেই আয়োজকদের। ১৯ সেপ্টম্বর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাম্বলীদের এ দূর্গোৎসব।