শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০৭:৩৭ পূর্বাহ্ন
(বীর মুক্তিযোব্ধা) সাংবাদিক আল মামুন , হেমায়েত উদ্দিন,উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ আবুল কালাম, সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী মুক্তি যোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটি।
এই সময প্রধান অতিথি জননী পারভিন ওসমান বলেন, আমাদের দেশে সচেতনতার অভাবে অকালেই ঝড়ে পড়ছে মেয়েরা। সরকারী আইন রয়েছে ১৮ বছরের নিচে কোন মেয়েদের বিয়ে দেওয়া সম্পূর্ন বে-আইনী কিন্তু এই ব্যাপারে সরকারের কোন তৎপরতা না থাকার কারনে কাজী অফিসে ছয় নয় করে নাবালিকা মেয়েদের বিয়ের বন্ধনে আবদ্ধ করেন। তারপর আসা যাক অল্প বয়সের ছেলেরা শিল্প কারখানায় কাজ করেন কিন্তু মেইন গেটে লেখা থাকে শিশু শ্রম বে-আইনী, মিল কারখানার ভিতরে গেলে শত শত শিশুদের কাজ করতে দেখা যায় এই ব্যাপারে প্রশাসন কেন নিরব ভুমিকা রাখেন আমার বোধগম্য হয় না। জননী পারভিন ওসমান আরো বলেন, প্রথমে আমাদের সচেতন হতে হবে সামাজিক প্রতিরোধ গড়তে হতে তাহলেই যদি বাল্য বিবাহ ও শিশু শ্রম বন্ধ করা যায়।