খবরের আলো রিপোর্ট :
বাড়ি ফেরার পথে ওয়াহিদ মিয়া (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ওয়াহিদ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওয়াহিদ সন্ধ্যায় আউশকান্দি বাজার থেকে সিএনজিতে করে বাড়িতে ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। তার চিৎকার শোনে এলাকাবাসী এগিয়ে আসেন।
পরে তাকে উদ্ধার করে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।