শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৫:২০ অপরাহ্ন
শরীয়তপুরের জাজিরা প্রান্তে বুধ অথবা বৃহস্পতিবার বসতে যাচ্ছে পদ্মা সেতুর অষ্টম স্প্যান। মঙ্গলবার সকালে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘের স্প্যানটি তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার তিয়ান ই ক্রেনে চড়ে রওনা হয়েছে জাজিরার উদ্দেশ্যে।
কর্তৃপক্ষ জানায়, ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসানোর সব প্রস্তুতি ঠিক করা হয়েছে। আবহাওয়া অনকূলে থাকলে বুধ অথবা বৃহস্পতিবার বসানো হবে স্প্যানটি। এর আগে মাওয়া প্রান্তে একটি এবং জাজিরা প্রান্তে পদ্মা বহুমূখী সেতুর ৬টি স্প্যান বসেছে। এই স্প্যানটি বসলে জাজিরা প্রান্তে ৭টি স্প্যানে ১০৫০ মিটার দৃশ্যমান হবে পদ্মা সেতুর।
মাওয়া প্রান্তে দৃশ্যমান রয়েছে ১৫০ মিটারের স্প্যান। ফলে দুই এক দিনের মধ্যে মোট ১২শ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে পদ্মাসেতুর। ইতোমধ্যে এই সেতুর মূল কাজের ৭৩ শতাংশ এবং সার্বিক কাজের ৬৩ ভাগ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।