বুধবার, ১৩ জানুয়ারী ২০২১, ১০:১৯ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:শ্রীপুরে সিরামিকস কারখানায় টিনের চালের কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধনুয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন (৩৫) রাজবাড়ীর পাংশা উপজেলার মৃত আব্দুল হামিদের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, নিহত সাখাওয়াত হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক। সে আরএকে সিরামিক্স কারখানায় টিনের শেডে টিন পরিবর্তনের কাজ করছিলেন। শুক্রবার সকালে কাজ করার সময় সে ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোন ধরনের বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।