শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৮:৪৭ অপরাহ্ন
মহিউদ্দিন আহমেদ ,শ্রীপুর ,(গাজীপুর) প্রতিনিধি: শ্রেষ্ঠ অস্ত্র-বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও কলোলেস মামলা তদন্ত করে রহস্য উদঘাটন, ডাকাত ও সন্ত্রাসী গ্রেফতারে সাহসীকতায় বিশেষ অবদান রাখায় কাজের স্বীকৃতি হিসেবে টানা নবমবারের মতো ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) মোঃ শহিদুল ইসলাম মোল্লা (বিপিএম)।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেঞ্জ কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম আনুষ্ঠানিকভাবে শহিদুল ইসলামের হাতে স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক সনদপত্র ও নগদ অর্থ পুরষ্কৃত করেন।