শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৫:৪৬ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
পাকিস্তানের আকাশসীমায় আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। বুধবার দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএ) এক টুইটে এ ঘোষণা দিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের মহাপরিচালক নিরাপত্তার কারণে দেশটির আকাশসীমা বন্ধ করে দেয়ার কথা স্বীকার করেন। আর এরপরেই সিএএ ওই ঘোষণার কথা জানিয়েছ।
পেশোয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, সাময়িক সময়ের জন্য বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। জরুরি সতর্কতাও জারি করা হয়েছে।
তিনি জানান, বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য পুনরায় চালু হওয়ার আগে বিমানবন্দর সামরিক বাহিনী ব্যবহার করবে। সূত্র : দ্য ডন, চ্যানেল নিউজ এশিয়া