সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দায়ের করা ‘গায়েবি মামলা’র নিয়ে হাইকোর্টে রিট আবেদন করার কথা ভাবছে দলটি।
শনিবার (৬ অক্টোবর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।
তিনি বলেন, একটা মামলাকে দৃষ্টান্ত হিসেবে নিয়ে, বিবেচনায় নিয়ে, হাতিরঝিল মামলার মতো যে কোনো একটা মামলা নিয়ে আমরা হাইকোর্টের রিট পিটিশন করার চিন্তা করছি।
মওদুদ আহমদ বলেন, যে অফিসার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন, তার বিরুদ্ধে কেন সরকার বিভাগীয় পদক্ষেপ নেবে না, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার বিরুদ্ধে কেন শাস্তির ব্যবস্থা করা হবে না- এই আলোকে আমরা একটা রিট পিটিশন করার চিন্তা করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে এই পর্যন্ত ৯০ হাজারের বেশি মামলা করেছে সরকার। এর মধ্যে ৪ হাজার ১৪৯টি মামলা হয়েছে গত ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল উপস্থিত ছিলেন।