শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৫:৪৮ অপরাহ্ন
সাম্প্রতিককালের নির্বাচনে অনিয়মের কারণে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছে। এ কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ শাফিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শাফিন আহমেদ বলেন, সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে অনিয়ম দেখেছি। আমি মাঠে আছি। অনিয়মের বিষয়গুলো নিয়ে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলব।
তিনি বলেন, ভোটার উপস্থিতি লক্ষ্য করার মতো নয়। বিগত সময়ের কয়েকটা নির্বাচনে এতো অনিয়ম হয়েছে যে ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছে। ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে।