রবিবার, ০৭ মার্চ ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ন
খবরের আলো রিপোর্ট :
নাশকতা করে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানো যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর চকবাজারের আওয়ামী লীগের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন কাদের।
প্রচারপত্র অনুষ্ঠানে তিনি অারও বলেন, বিএনপি আন্দোলন নয়, বোমা-সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।
মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, মওদুদ সাহেব একজন বহুরূপী। কোনো ঐশী বাণী থেকে তিনি এটা পেয়েছেন? মওদুদ আহমদের কি একমাস শেষ হয়নি? আপনার দেখেন এক মাসে দেশের চেহারা নাকি বিএনপির চেহারা পরিবর্তন হয়। বিএনপি মওদুদের পরামর্শ যত শুনবে তত ডুববে।
কাদের বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়ে আত্মস্বীকৃত দেউলিয়া দলে পরিণত হয়েছে। আত্মস্বীকৃত দেউলিয়া ও দুর্নীতিবাজ দলের কাছে দেশ, গণতন্ত্র ও আইনের শাসন নিরাপদ নয়।
বিএনপির শাসনামলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তাদের আমলে পুরান ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ থাকতো না। অপারেশন থিয়েটারেও লোড শেডিং থাকতো। এখন কি আপনারা বিদ্যুৎ পাচ্ছেন? উপস্থিত নেতাকর্মীরা সবাই বলে উঠেন হ্যাঁ, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি।