শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৫:৩৬ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
গোল পাননি দলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। প্রতিপক্ষের জাল খুঁজতে ব্যর্থ হন রবের্তো ফিরমিনোও। ফলে রোববার এভারটনের মাঠে গোলহীন ড্র করে ফিরতে হয়েছে লিভারপুলকে। এই ড্রয়ে ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরেই থেকে গেল ইয়ুর্গেন ক্লপের দল। সমানসংখ্যক ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
এদিন ম্যাচে ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। কিন্তু সতীর্থের কাছ থেকে বলে ঠিক মতো শট নিতে পারেননি সালাহ। ম্যাচের ২৮ মিনিটেও আরেকটি সুযোগ নষ্ট করেন মিশরীয় এই ফরোয়ার্ড।
প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পেয়েছিল এভারটনও। কিন্তু থিও ওয়ালকটের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে ফিরে আরেকবার গোলের সুযোগ নষ্ট করেন সালাহ। ম্যাচের ৫৭ মিনিটে হেন্ডারসনের বাড়ানো বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লাগলে পেয়ে যান তিনি। কিন্তু বলের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি সালাহ।