রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৩:৪০ অপরাহ্ন
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর, (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের বর্ধিত সভায় ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল বি,এ।
(৪ মার্চ )সোমবার সকাল ১১টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল বি,এ।
এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (রবিন) ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকু নেতা কর্মীদের উদ্দেশ্যে করে বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে মিলে একত্রি হয়ে নৌকা পক্ষে আগামী ২৪ মার্চ সারা দিন ভোটারদেকে উৎসাহিত করে কাজ করতে হবে।