মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৩:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চ্যানেল টোয়েন্টিফোর। প্রেজেন্টার (ফিমেল) পদে ঢাকায় এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
প্রেজেন্টার (ফিমেল)।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ২২ বছর। প্রার্থীদের মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট চালনায় দক্ষতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীদের ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত চ্যানেল টোয়েন্টিফোর, ৩৮৭ (দক্ষিণ), তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর পাঠাতে হবে। এ ছাড়া সিভি ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
আবেদনের সময়সীমা
পদটিতে ১০ মার্চ, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।