বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কিষান মজদুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ ঘোষ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেছেন। ভোর ৫টার দিকে স্ট্রোকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৪৮ বছর। দুই সন্তানের জনক বিনয় কৃষ্ণ ঘোষ উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মৃত ভুবতি কৃষ্ণ ঘোষ এর পুত্র। মঙ্গলবার বেলা ২ টায় তাকে সবদাহ করা হয়েছে। সকলের প্রিয় শিক্ষকের অকাল মৃত্যুতে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সহ কৃষান মজদুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিনয়কৃষ্ণ ঘোষ উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে ও তারালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার স্ত্রী আমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুচিত্রা রানী ঘোষ স্বামীর স্ট্রোকজনীত কারণে মৃত্যু হয়েছে বলে স্বীকার করেন।