বুধবার, ০৬ জুলাই ২০২২, ১০:২০ অপরাহ্ন
আমতলী(বরগুনা)প্রতিনিধি: আমতলীসহ উপকূলের মানুষের আতিথেয়তায় পূর্ণতা আনতে খাবার শেষে পান অন্যরকম অপরিসিম। আর সে কারণে পান চাষে এ অঞ্চলের মানুষ অনেক এগিয়ে। ৪ মাস মাস ধরে এ অঞ্চলের খুচরা বা পাইকারি বাজারে পান বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিটি খিলি পান বিক্রি হচ্ছে চার থেকে ৫ টাকায়। আর খুচরা বাজারে প্রতি চলি (৩৬ টি পান পাতা) পান বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।
পান ব্যবসায় সংশ্লিষ্টদের সাথে আলাপ করে জানা গেছে, শীত ও কুয়াশার কারণে পানের ফলনে প্রতি বছর ব্যাপক ক্ষতি হয়। একদিকে পানের চাহিদা এবং অন্যদিকে যোগান কম থাকায় পানের বাজারের অস্থিরতা দেখা দেয়। যার প্রভাব পড়ে প্রায় বৈশাখ মাস পর্যন্ত।
পান ব্যবসায়ী নিখিল চন্দ্র জানান, আমরা যেমন ক্রয় করি তার সাথে একটু লাভ রেখে বিক্রি করি। তবে এবছর একটু দাম বেশি কিন্তু তারপরও পানের মান তেমন ভাল না।