সোমবার, ১১ জানুয়ারী ২০২১, ০৮:০৯ অপরাহ্ন
পুলিশের পাহারার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইদ্রিস মোল্লা(৪৫) নামের গুলিবিদ্ধ ডাকাতি মামলার এক আসামি পালিয়েছে।
ইদ্রিস মোল্লা শরীয়তপুরের জাজিরা উপজেলার চিতরারচড় গ্রামের রহমান মাতুব্বরের ছেলে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ইদ্রিসকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার পর থেকে পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, গত ২ ফ্রেবুয়ারি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ডাকাতির সময় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন ইদ্রিস। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়।
“দুইজন পুলিশ সদস্য এবং একজন আনসার সদস্য এই আসামির পহারায় নিয়োজিত ছিলেন। ঘটনার পর পুলিশ ও আনসার সদস্যরা তাকে খুঁজে বের করতে হাসপাতাল থেকে বেরিয়ে যায়।”
টঙ্গীবাড়ি থানার ওসি আওলাদ হোসেন বলেন, ডাকাত দল টঙ্গীবাড়ির ওই বাড়িতে হানা দিলে বাড়ির মালিক ‘আত্মরক্ষায়’ গুলি ছোড়েন। এলাকবাসীও ওই বাড়ি ঘিরে ফেলে।
পরে বাড়ির কাছে এক ডাকাতের গুলিবিদ্ধা লাশ পাওয়া যায় এবং ইদ্রিস আলীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
“আমাদের ধারণা নিজেদের গুলিতেই ডাকাত দলের এই দুই সদস্য হতাহত হন।”
ইদ্রিসের পেটে নাভির ডান পাশে গুলি লেগেছিল। অস্ত্রোপচারের পর তার অবস্থার উন্নতি হচ্ছিল বলে জানান ওসি আওলাদ।
“শুনেছি ভোরে বাথরুমের ভেন্টিলেটর দিয়ে সে পালিয়েছে। তার খোঁজে ইতোমধ্যে সোর্স নিয়োগ করা হয়েছে।”