বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৯:২৫ অপরাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: “সবাই মিলে ভাবা, নতুন কিছু করা, নারী-পুরুষ সমতার নতুন বিশ্বে গড়া”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস-২০১৯ উপলক্ষ্যে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানবন্ধনে বক্তব্যে রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোৎন্সা দত্ত, বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদশের নির্বাহি পরিচালক মাধব দত্ত প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের অর্ধেক জনগোষ্ঠি নারী। তাই নারীদের সক্রিয় অংশ গ্রহন ছাড়া টেকসই উন্নয়ন অর্জন আদো সম্ভব নয়। নারী ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য বিলাপ সাধন বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ। আর তাই নারীর অধিকার ও ক্ষমতায়নের নিশ্চয়তা প্রদান বাংলাদেশ সরকার বেশ কিছু সুনির্দিষ্ট আইন ও বিধিমালা প্রনয়ন করছে। মানবন্ধন এ সময় জেলার বিভিন্ন নারী উনয়ন সংগঠনসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ অংশ গ্রহন করেন।