বুধবার, ০৬ জুলাই ২০২২, ১০:৫১ অপরাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৬৫ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩ জন, কলারায়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৮ জন, শ্যামনগর থানা থেকে ৭ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দবহাটা থানা থেকে ৪ জন ও পাটকলঘাটা থানা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ মামলা রয়েছে।