রবিবার, ১০ জানুয়ারী ২০২১, ০৬:৫১ পূর্বাহ্ন
বুধবার বিকালে রাজধানীর কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার গ্যাস লাইনে লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
জানা যায়, দীর্ঘদিন থেকেই ওই এলাকার বিভিন্ন গ্যাস লাইনে লিকেজের অভিযোগ দিয়ে আসছিলো এলাকাবাসী। তাদের অভিযোগ, রাস্তায় হাঁটলে প্রায় সবসময় গ্যাসের গন্ধ নাকে আসতো। তবে তাদের অভিযোগের প্রেক্ষিতে এতোদিন ধরে কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই গ্যাস লাইনে লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলেই ধারণা তাদের।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্যাস লাইনের লিকেজ থেকে সূত্রপাত হওয়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করে তাদের একটি ইউনিট। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানায় তারা। তাছাড়া এই আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সূত্র।