সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৩:৪৮ অপরাহ্ন
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে উপজেলা অফিসের এক নারী কর্মীর সাথে বিবাহবর্হিভুত সর্ম্পক থাকায় ইউএনও’র স্ত্রী আফরোজা পারুলের সাথে রাস্তায় হাতাহাতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা শহীদ মিনারের সামনে আফরোজা পারুল ইউএনওর শার্টের কলার ধরে গাড়ি থেকে টেনে হিচড়ে রাস্তায় নামায়।
এরপর দু’জনের মধ্যে বেশকিছুক্ষণ হাতাহাতি চলে। পরে স্থানীয়রা তাদেরকে থামিয়ে দিলে ইউএনও আব্দুল কুদ্দুস স্ত্রীকে নিয়ে বাসায় যান।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ইউএনও’র সাথে উপজেলার এক নারী কর্মকর্তার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। ফলে ছয় মাস আগে তিনি পদোন্নতি পেয়ে এডিসি হওয়ার পরেও রিলিজ অর্ডার বন্ধ করিয়ে এখানে রয়ে গেছেন।
এর আগে দুই দফা বদলির আদেশ আসার পরও তিনি বোরহানউদ্দিনে ছেড়ে যাননি। ক্ষমতার অপব্যাবহার ও অনিয়মের জন্য বোরহানউদ্দিনে একাধিক বার মানববন্ধন ও প্রতিবাদ হলেও বার বার বদলি বাতিল করে বোরহানউদ্দিনে ই থেকে গেছেন তিনি।