বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:২৮ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
আফগানিস্তানে একের পর এক হামলা চলছেই, এতে নিহত ও আহত হচ্ছে অনেকেই। এবার জালালাবাদ শহরে বোমা ও বন্দুকধারীদের হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়, বুধবার (৬ মার্চ) জালালাবাদের একটি নির্মাণ কোম্পানির দফতরে হামলাটি চালানো হয়। এতে ওই কোম্পানির ১৬ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক এক কর্মকর্তা।
নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, ওই কোম্পানির দফতরের সামনে দুই বোমারুর আত্মঘাতী বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। এরপর দফতরটি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি শুরু করে।
তিনি জানান, হামলার ঘটনায় কোম্পানিটির কয়েকজন রক্ষীসহ মোট ১৬ জন এবং দুই আত্মঘাতী ও তিন বন্দুকধারীসহ মোট পাঁচ হামলাকারী নিহত হয়েছেন।
নানগারহারের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, ওই নির্মাণ কোম্পানির চার কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা সঙ্কটজনক।
তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলায় দায় স্বীকার করেনি।
জালালাবাদ পাকিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশ এবং নানগারহারের রাজধানী। প্রদেশটিতে আফগানিস্তানে সক্রিয় ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী অবস্থান আছে।