বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:১৫ পূর্বাহ্ন
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : প্রায় তেইশ কোটি টাকার দেনার দ্বায়ভার নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন পটুয়াখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহমেদসহ ১২জন কাউন্সিলর। গত ৫মার্চ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন শেষে বৃহস্পতিবার সকালে পৌরসভা মাঠে বিভিন্ন শ্রেনী পেশা এবং প্রবীন নাগরিকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা দ্বায়িত্বভার গ্রহন করেন।
একটি আধুনিক, দৃষ্টিনন্দন পৌরসভা গড়ার জন্য উপস্থিত প্রবীন নাগরিকগনসহ সকলের সহযোগীতা প্রত্যাশা করে নব নির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, বর্তমান দুই কোটি আট লাখ চারশত ছিয়ানব্বই টাকা স্থিতি ক্যাশ রয়েছে পটুয়াখালী পৌরসভার। কিন্তু দেনা রয়েছে ২২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৯৭২ টাকা। এ দেনার দ্বায়ভার বহন করেই শহরের নাগরিকদের সুবিধা দিতে হবে। শহরকে সাজাতে চাই আপনাদের সহযোগিতা, পরামর্শ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রæয়ারী পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।