বুধবার, ০৩ মার্চ ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
অ্যাপল ডিভাইসে নতুন করে ৭০ ইমোজি যুক্ত করা হচ্ছে। অ্যাপল তাদের পরবর্তী সফটওয়্যার আপডেট আইওএস ১২.১ সংস্করণে এই নতুন ইমোজি গুলো যোগ করেছে। নতুন ইমোজিগুলো ইউনিকোড ১১.০ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
সফটওয়ার আপডেটের মাধ্যমে নতুন ইমোজিগুলো ম্যাকওএস ও ওয়াচওএসেও যুক্ত করা হবে। এই ইমোজিগুলো উন্মোচন করা হবে ২০১৯ সালে।
হাসিখুশি মুখ, লিঙ্গ নিরপেক্ষ স্মাইলি, বিভিন্ন ধরনের পোশাক, প্রাণী, রূপকথার প্রাণী, লাল খামের উপহার, সফটবল, লাগেজ, কম্পাস, হাইকিংয়ের ইমোজি, লামা, মশা, রাজহাঁস, লাল চুল, ধূসর চুল, কোঁকড়া চুল ও টাক মাথার মানুষের ছবি যুক্ত করা হয়েছে ইমোজির তালিকায়।
এছাড়াও শারীরিক অক্ষমতাকে ইমোজি আকারে প্রকাশ করার কথা ভাবছে অ্যাপল। তাদের জন্য ইমোজির তালিকায় যুক্ত করা হয়েছে হিয়ারিং এইড, হুইল চেয়ার, সাহায্যকারী কুকুর, কৃত্রিম পা, যষ্টি ও অন্যান্য সহায়ক জিনিসপত্র।
নতুন ইমোজিগুলো ইউনিকোড টেকনিক্যাল কমিটির কাছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে। তারা ডিজাইনগুলোর অনুমোদন দিলে সেগুলো ইউনিকোডের অন্তর্ভু্ক্ত করা হবে এবং সকল ডিভাইসেই ব্যবহার করা যাবে।