বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৬:৩৬ পূর্বাহ্ন
মহিউদ্দিন আহমেদ , শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে“আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ,আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এই শ্লোগানকে সামনে রেখে ০৮ মার্চ শুক্রবা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাওনা চৌরাস্তা শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতাধীন কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক ঢাকা দক্ষিণ জোনের প্রধান মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে ব্যাংক কর্মকর্তা আইনুল হুদার
পরিচালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার কলি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ একেএম আবুল খায়ের, রানা ফিড মিলের মালিক বীর মুক্তিযুদ্ধা জালাল উদ্দিন।
এছাড়া স্বাগত বক্তব্য দেন,পি.ও এবং আরডিএস ঢাকা ইস্ট জোন অফিসার মোঃ আবুল কালাম আজাদ, এসএভিপি ব্যাংকের ম্যানেজার মহিউদ্দীন।
কেন্দ্র লিডারদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা কাউন্সিলর মোমেনা বেগম বুলবুলি, এবিএম তাজউদ্দিন, রুকিয়া প্রমুখ।
এ সময় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়-ক্ষতি হওয়ায় সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি রাখেন কেন্দ্র লিডাররা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাংকের জুনিয়র ইউনিট অফিসার রফিকুল ইসলাম এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার শেখ শাহ পরান।