শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৫ পূর্বাহ্ন
আজ সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তররের উদোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মো; ইবাদত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আখতারুজ্জামান, এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুল আলম, সহকারী পুলিশ সুপার লিয়াকত হোসেন। বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম সফিউল আজম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আসকার আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা প্রমুখ। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এর আগে একটি র্যালী বের করা হয়।