বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ০৭:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃসোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে শুক্রবার বাদ জুম’আ উপজেলার সকল মসজিদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা যায়, হার্ট ও কিডনির সমস্যা নিয়ে বর্তমানে ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানকার মেডিকেল বোর্ড জানিয়েছে, তার অবস্থা ক্রমেই উন্নতির দিকে। তবে কিডনির সমস্যা দূর হলে তার বাইপাস সার্জারির কথা ভাবছেন চিকিৎসকরা।