মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৩:৫৫ পূর্বাহ্ন
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেনের নৌকা মার্কার কর্মী সভা আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আড়পাঙ্গাশিয়া বাজারে দলীয় কার্যালয়ে বিকাল ৫টায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মাহবুবুর রহমান জাফর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব জি এম দেলওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান , উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এ্যাড: এম এ কাদের মিয়া , উপজেলা আওয়ামী লীগের সহ সভপতি আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা , আওয়ামীলীগ নেতা আড় পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাং গঠনিক সম্পাদক মো. রেজাউল করিম শাহজাদা আকনপ্রমূখ। কর্মীসভায় ইউনিয়ন আওয়ামী লীগ . যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।