বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় তারালী বাজার প্রাঙ্গনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় ও তারালী বাজারে গনসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারস সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মনির আহম্মাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি খান জাহিদুলরইসলাম বাবু, বর্তমান সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান হাসান, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মরদার আশরাফুল সহ তারালী ইউনিয়ন আওয়ামীলিগের ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।