শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:৩৭ অপরাহ্ন
রাজধানীর মহাখালীতে কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার ভোর পৌনে ৭টায় আগুনের সূত্রপাত ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিভিন জানান, খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহত নেই। তবে আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।