রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৪:৪৫ পূর্বাহ্ন
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। সম্প্রতি বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘যদি একদিন’ ছবিটি। ছবিতে শ্রাবন্তী জুটি বেঁধেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান। কিছু দিন আগে শোনা গিয়ে ছিলো ভিসা জটিলতার কারণে বাংলাদেশে ছবিটির প্রচারণায় আসতে পারেনি তিনি। কিন্তু শুক্রবার সকালে বেশ গোপনে ঢাকায় আসলেন কলকাতার এই নায়িকা।
গোপনে আসলেও পরবর্তিতে গণমাধ্যম কর্মীরা জানতে পারে ভারত থেকে শুক্রবার সকাল ৭টার ফ্লাইটে ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে মজার বিষয় হলো নায়িকা ঢাকায় আসলেও ছবির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বিষয়টি জানতেন তা বলে জানান।
শুক্রবার ঢাকায় শ্রাবন্তী আসার বিষয়টি নিয়ে ছবির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশ জার্নালের সাথে আলাপ হলে তিনি বলেছিলেন, ‘আমিও শুনেছি শ্রাবন্তী ঢাকায় এসেছে। তবে কোথায় আছেন তা আমি কিছুই জানিনা।’
তার এমন বক্তব্যের পর অনেকের মনেই প্রশ্ন জাগে সত্যি কি ঢাকায় এসেছেন শ্রাবন্তী? পরে অবশ্য বিকেলে নির্মাতা নায়িকার সাথে ছবি পোস্ট করে জানান ঢাকাতেই আছেন শ্রাবন্তী।
জানা গেছে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এ ছবির বিশেষ শোতে অংশ নিয়েছেন শ্রাবন্তী। সেখানে ‘যদি একদিন’ ছবিতে অভিনয়ের অভিজ্ঞতাসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এদিকে আরটিভি সূত্রে জানা গেছে, গতকাল বিকালে আরটিভির তারকালাপ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে যোগ দেন তিনি। অনুষ্ঠানটি খুব শিগগিরই আরটিভিতে প্রচার হবে।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় আরটিভি আয়োজিত ‘আলোকিত নারী ২০১৯’ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানটির ভেন্যু ছিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।