বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে উদ্বোধন করা হলো দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলা। শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী। এর আগে জেলা প্রশাসন ও পটুয়াখালী মহিলা বিষয়ক অধিদপ্তর’র আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় ব্যায়ামাগার সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন, সনাক সভাপতি রাধেশ্যাম দেবনাথ, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, টিআইবি’র কর্মকর্তাবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস’র তিন শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ব্যায়ামাগারের হলরুমে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী মাহফুজুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, পটুয়াখালী সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ সচিব সেলিনা আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোতালেব মোল্লা, রশিদ কিশলয় বিদ্যায়তনের প্রধান শিক্ষক শিরীন নাহার, সনাক সদস্য নাসিমা শাহীন, শুকতারার নির্বাহী পরিচালক মাহফুজা ইসলাম বক্তব্য রাখেন।