বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ন
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : কিশোর তরুণী মিলাও হাত, গড়ে তুলো সমৃদ্ধির ভবিষৎ-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে পালিত হয়েছে আর্ন্তজাতিক নারী দিবস। শনিবার বেলা ১১ টায় একশন এইড বাংলাদেশ’র সহযোগীতায় নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক গৌরীবালার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের কাগুজির পুল থেকে শুরু করে ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী কল্যান সংস্থার প্রোগাম অফিসার ওয়াহিদা খানম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাউফল থানা ওসি তদন্ত মাখসুদ মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আকতার, সদর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, আনন্দ টিভি’র বাউফল প্রতিনিধি এম.নাজিম উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় নারীদের অধিকার,বাল্য বিয়ে প্রতিরোধ, প্রজনন স্বাস্থ্য সেবা, গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করা সংস্থাটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। ওই সময় শতাধিক কিশোর কিশোরী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।