সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ন
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা পৌর ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করলেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঢাকাস্থ গলাচিপা-দশমিনা আওয়ামী যুব ঐক্যফ্রন্ট’র সভাপতি শাহীন শাহ্।
শুক্রবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ব্যবসায়ী পরিমল চন্দ্র কর্মকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মু. শাহীন শাহ্ বলেন, পৌর ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারেন তার জন্য প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করব। পৌর শহরের ব্যবসায়ীক কেন্দ্রগুলো প্রসারিত করে পৌর শহরের মান উন্নয়নে ব্যবসায়ীদের সর্বোচ্চ সুবিধা দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মু. মজিবর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম মু. ইছা, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মু. রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা, ব্যবসায়ী তাপস দত্ত, নারায়ন চন্দ্র সাহা, দিলিপ বনিক প্রমুখ।