মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০২:৫০ অপরাহ্ন
আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনা : বরগুনার আমতলী পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র ও ১২ কাউন্সিলর রবিবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে শপথ নিয়েছেন। নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত মো. মো. মতিয়ার রহমান এবং ৯টি সাধারণ ওয়ার্ডের ৯জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিন জন মহিলা কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার রামচন্দ্র দাস।শপথ বাক্য পড়ানো শেষে বিভাগীয় কমিশনার বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আশা করি আপনারা নিজেদের সততার পরিচয় দিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন।’গত ২৮ ফেব্রুয়ারি আমতলী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হন । শপথ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কর্মকতারাসহ আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জি এম দেলোয়ারসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।