শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৫ অপরাহ্ন
৭ মার্চের ভাষণ ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত এক ঐতিহাসিক ভাষণ। তিনি সেই ভাষণ বিকেল ২টা ৪৫ মিনিটে শুরু করে বিকেল ৩টা ৩ মিনিটে শেষ করেন। ভাষণ ১৮ মিনিট স্থায়ী হয়।
বঙ্গবন্ধুর ৭ মার্চের তাৎপর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই ভাষণের তাৎপর্য নিয়েই নতুন করে গান করেছেন কণ্ঠশিল্পী মাহবুব রিয়াজ। গানের গীতিকার আয়েত হোসেন মুনের সঙ্গীত আয়োজনে তৈরি করা গানটি চলতি মার্চে মুক্তি পেয়েছে।
এ প্রসঙ্গে মাহবুব রিয়াজ বলেন, ‘বাঙালির মুক্তির পথ দেখিয়েছে এই ভাষণ। এই ভাষণের প্রতিটি শব্দ অর্থপূর্ণ। বঙ্গবন্ধু সেদিন রেসকোর্সে ৭ মার্চে এই ভাষণ দিয়েছিলেন বলেই বাঙালিরা পেয়েছিল মুক্তির পথ। সেটা অনুধাবন করেই আমি গান বানানোর চেষ্টা করেছি। এটা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে।’
মাহবুব রিয়াজের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে।