সোমবার, ০১ মার্চ ২০২১, ০৫:১৪ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ আমিন হোসেন : রাজধানী মিরপুর পল্লবী থানাধীন এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী আশরাফুল হক লিংকনকে কুপিয়ে জখম করেছে কশাই জাবেদ বাহিনী। সরেজমিনে গিয়ে জানাজায় আশরাফুল হক লিংকনের নিকট ব্যবসা করবে বলে অনেক দিন যাবৎ টাকা ধার চাচ্ছেন কশাই জাবেদ ও জুবায়ের এবং পনির সেই টাকা প্রদানও করেন আশরাফুল হক লিংকন টাকা দেওয়ার কিছু দিন পর সে টাকা ফেরৎ চাওয়ায় বিভিন্ন ভাবে হুমকি দেয় আসছিল যাবেদ ওরুফে কশাই জাবেদ বাহিনী আর তারই ধারাবাহিকতায় গত ৯ই মার্চ মাগরিবের নামাজের পর ফোন করে ডাকে আশরাফুল হক লিংকন কে ফোন করে মিরপুর পল্লবী এলাকার ‘ত’ বøক ৫নং রোড ও ‘ডি’ বøকের ২৭নং রোডের মাঝে ডাকেন কশাই জাবেদ। আশরাফুল আলম লিংকন কোন কিছু বুঝে উঠার আগেই কশাই জাবেদ, জুবায়ের, হাজি সেলিম, পনির, গ্যাং বাবু, মনির সহ প্রায় ৫০ থেকে ৬০ জন তার উপর দা-ছুরি ও চাপাতি দিয়ে অতর্কিত কুপিয়ে জখম করে ও প্রানে মেরে ফেলার চেষ্ট চালায়। তার পর সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে মিরপুর সাড়ে ১১ নম্বরের ইলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে ঐ হাসপাতালের ৫ম তলায় ৫০৩নং বেডে চিকিৎসাধীন রয়েছে। আর এই বিষয়ে আহত আশরাফুল আলম লিংকনের নিকট জানতে চাইলে তিনি এই প্রতিবেদকে জানায় আমি রক্তাক্ত অবস্থায় পল্লবী থানায় গেলে একটি মামলা দায়ের করি যাহার মামলা নং-২৩/১০-০৩-২০১৯ইং
আর এই বিষয়ে পল্লবী থানার ওসি অপারেশন এই প্রতিবেদককে জানায় এই বিষয় একটি মামলা দায়ের হয়েছে ও আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।