বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বড়শিমলা কারবালা প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন ও মা সমাবেশ সোমবার বেলা ১২ টায় স্কুল চত্তরে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খান আছাদুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক শেখ ওবাইদুর রহমানের সঞ্চালনায় বার্ষিক বনভোজন ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকার মনোনিত প্রার্থী জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আতাউর রহমান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি খান জাহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ সুধি ও সাংবাদিকবৃন্দ।