শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৫৭ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
অস্ত্র আমদানিতে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। অন্যেদিকে পাকিস্তানের অবস্থান ১১। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার এসআইপিআরআই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।
এসআইপিআরআই-এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্র্যান্সফার-২০১৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে ভারত।
এসআইপিআরআই (২০১৪-২০১৮) সালের করা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র আমদানিতে শীর্ষে থাকা সৌদি আরব গত বছর গুলোতে অস্ত্র কিনেছে ১২%। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত অস্ত্র আমদানি করেছে ৯.৫%। অন্যদিকে পাকিস্তান গত বছর গুলোতে ২.৭% অস্ত্র আমদানি করেছে যা ভারতের চেয়ে অনেক কম।
এসআইপিআরআই-এর প্রতিবেদনে অনুযায়ী সারা বিশ্বে অস্ত্র বিক্রি দেশ হিসেবে প্রথম আমেরিকা। এরপরই আছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীন।