খবরের আলো :
স্টাফ রিপোর্টারঃ মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের সচেতন জনগনের কাছে আকুল আবেদন
অতীতের মাদ্রাসা গুলো ইলমে তাসাউফ পন্থি সুফিদের দ্বারা পরিচালিত হতো বলে সেই সব মাদ্রাসা থেকে বড় পীর, ইমাম গাজ্জালী, আল্লামা জামি, আল্লামা জালালুদ্দিন রুমি ও বায়েজিদ বোস্তামীর মতো জগদ্বিখ্যাত অলি বের হতেন! যাঁদের সোহবতে এসে লক্ষ লক্ষ আপন স্বত্ত্বায় খুঁজে পেয়েছিলো পরম অস্তিত্বের উষ্ণতা! পৃথিবীতে সমস্ত দিক জুড়ে জেগে উঠেছিল চির আনন্দময় জীবনের দ্যোতী! মানুষে মানুষে গড়ে উঠেছিল ভালোবাসা পূর্ণ অসাম্প্রদায়িক বিশ্বভাতৃ সংঘ!
আর, বর্তমান মাদ্রাসা গুলো ইলমে তাসাউফ বিদ্বেষী অহাবি-সালাফী মতবাদ পন্থি মোল্লাদের দ্বারা পরিচালিত হয় বলে এসমস্ত মাদ্রাসা থেকে ফেৎনাবাজ, সমকামী ও শিশু বলাৎকারী এবং মাদক ব্যবসায়ী মানরূপী শয়তান বের হচ্ছে! যা দেশ ও জাতির অস্তিত্বের প্রশ্নে বিষ বৃক্ষ বৈ কিছুই নয়!
অতএব, মাননীয় প্রধানমন্ত্রী ও দেশের সচেতন জনগনের প্রতি আমার আকুল প্রার্থণা এই যে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মান-সম্মান ও অস্তিত্বকে
চির অম্লান রাখতে এবং এদেশকে জঙ্গিবাদ মুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে “বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড”-এর আওতাধীন সমস্ত মাদ্রাসার পাঠ্য বইয়ে ইলমে তাসাউফ বিষয়টি খুব গুরুত্বের সাথে যুক্ত করার পাশাপাশি ইলমে তাসাউফে পারদর্শী গ্রেজুয়েট বা স্কলার সুফিদেরকে এর সাথে সমন্বয় করে সুফিবাদ ভিত্তিক পাঠ দান শিক্ষাক্রম নিশ্চিত করা হোক।