শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৮:৩০ অপরাহ্ন
খবরের আলো :
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরের নিজামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়েছে। রবিবার বেলা এগারটায় স্কুল মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে এ উপহার তুলে দেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপন, কুয়কাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, হোসাইন আমীর, জাহিদ, ফরিদ উদ্দিন বিপু, সাইফুল ইসলাম রয়েলসহ স্থানীয় হন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় স্কুলের দুই শতাধিক ছাত্রছাত্রী,অভিবাক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। আনোয়ার রাড়ীর সভাপতিত্বে পোষাক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম ভদ্র,স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশ্রাফ আলী মৃধা প্রমুখ। সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, ভবিষ্যতেও তিনি বিদ্যালয়ের সকল অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করবেন।