সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০২:০১ অপরাহ্ন
খবরের আলো :
স্টাফ রিপোর্টারঃ গতকাল (১২মার্চ) রোজ মঙ্গলবার সন্ধ্যা৬.৩০ মিনিটে হাজী পান্দে আলী স্মৃতি রাত্রীকালীন ডিগবার ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলার আয়োজনে ছিলেন ভুঁইগড় আইডিয়াল স্কুল এর পরিচালকবৃন্দ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: নাজিম উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান, নারায়নগঞ্জ সদর উপজেলা, নারায়নগঞ্জ ও সভাপতি হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি নাজিম উদ্দিন ব্যাডমিন্টন টূর্ণামেন্ট বলেন’, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা বান্দব। তোমরা যদি মানসম্মত খেলা খেল তাহলে একদিন তোমরাও জাতীয় দলের খেলোয়ার হিসাবে খেলতে পারবে। এই প্রর্যন্ত যারা জাতীয় দলের খেলোয়ার হয়েছেন তোমাদের মতই টুনামেন্ট খেলেই নিজেকে উচ্চ মানের খেলোয়ার বানিয়েছেন, দেশ বিদেশে আজ তাদের নাম হয়েছে। আমার নেতা শামীম ওসমান খেলাকে গ্রহন করার জন্য প্রত্যেক তরুন সমাজকে অনুরোধ করেছেন, খেলাধুলা নিয়ে থাকলে যুব সমাজ মাদক থেকে নিজেকে দূরে রাখতে পারবে।
সভাপতিত্ব করেন, আখতারুজ্জামান, দাতা সদস্য, হাজী পান্দে আলী উচ্চ বিদ্যালয়।
উক্ত ডিগবার ফুটবল টুর্ণামেন্ট খেলায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ব্যবস্থপনা পরিচালক,নীট কনর্সান।আলহাজ্ব সোহা-উল-ইসলাম, প্রবাসী(আমেরিকা), আলহাজ্ব মনির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক, তল্লা ছোট মসজিদ, না:গঞ্জ,আব্দুস সালাম আজাদ, সহযোগী অধ্রাপক, ইংরেজী বিভাগ,কাজী রাশেদুল ইসলাম দীপু, আল মামুন ভূঁইয়া মিন্টু,আলহাজ্ব শাকির আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ