সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:২৯ অপরাহ্ন
খবরের আলো :
স্টাফ রিপোর্টারঃ গতকাল সারা দেশের মত নগরীর বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
২০১৫ সাল থেকে ধারাবাহিকতা ভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারও গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে। মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গড়ে উঠবে, দায়িত্বশীল হবে, নিজেদের কাজ নিজেরা করতে শিখবে।
বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৮২৪ জন। এর মধ্যে ৬১০ তাদের ভোট প্রদান করেন। ১৪ জন প্রার্থীর মধ্যে ৮ জন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এরা হলেন ১) জেরিন আক্তার নাদিয়া, ২) জান্নাত আরা পুনম, ৩) শবমেহের বিনতে জুবায়ের, ৪) লামাইয়া, ৫) মাহমুদা আক্তার, ৬) সাবিকুন নাহার, ৭) মোর্শেদা আক্তার মুনিয়া, ৮) রুবাইয়া ইসলাম মিশফা। এর মধ্যে ১০ম শ্রেণীর ‘ক’ শাখার ছাত্রী মিশফা সভাপতি হিসাবে নির্বাচিত হন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১১নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন জানান সারাদেশে আজ ২২ হাজার ৯৬১টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সহমর্মিতা লাভ, নেতৃত্বের গুণাবলী তৈরী, ভোটাধিকার প্রয়োগের অভিজ্ঞতা অর্জনের সর্বোপরী গণতান্ত্রিক চর্চার লক্ষ্যে সারা দেশের মত এক যোগে আমার স্কুলেও শান্তিপূর্ণ ভাবে স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি।