খবরের আলো :
দোহার-নবাবগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জের বক্সনগর ইউপির কোমরগঞ্জ এলাকা থেকে কৃষ্ঞ রাজবংশীকে মাদক সেবন ও বহনের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঞ্জুর হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। রাজবংশী ঐ এলাকার শ্রী মনিন্দ্র রাজবংশীর পুত্র। এ বিষয়ে মদক দ্রব্য নিয়ন্ত্রণ সূত্র জানায়, বুধবার বেলা ২ টার সময় মাদক সেবক ও বহনের অপরাধে তাকে তার নীজ গ্রাম কোমরগঞ্জ থেকে ১০ গ্রাম গাজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের সাজা ঘোষণা করে।
এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাবাবগঞ্জ সার্কেল পরিদর্শক ইউনুছ হাওলাদার বলেন, কৃষ্ঞ রাজবংশী একজন নিয়মিত মাদক সেবনকারী। মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে আমরা তাকে আটক করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।