সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ন
খবরের আলো ডেস্ক :
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনায় অভিযুক্ত অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার স্থানীয় এক আদালত ওই রায় দেন।
শুক্রবার নিউজিল্যান্ডের দুই মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালান ২৮ বছর বয়সী শ্বেতাঙ্গ নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। নিজের মাথায় ক্যামেরা লাগিয়ে ১৭ মিনিট ধরে চালানো গণহত্যার ভিডিও তিনি ইন্টারনেটে লাইভ শেয়ার করেন।
ওই বন্দুক হামলায় তিন বাংলাদেশিসহ মোট ৪৯ জন নিহত এবং আরো ৪৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
এ হামলা চালানোর দায়ে আটক ব্রেন্টন ট্যারেন্টোর মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। এর আগ পর্যন্ত তাকে হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্র: বিবিসি