বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ০৭:০৬ অপরাহ্ন
খবরের আলো রিপোটঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আব্দুর রহমান (১০) উপজেলার ধুরইল গ্রামের রেজাউল করিমের ছেলে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হরেন্দাবিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পাঁচবিবি থানার ওসি বজলার রহমান বলেন, রহমান শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় না ফেরায় খোঁজাখুজি করে পাশের হরেন্দাবিদ্দী গ্রামের একটি পরিত্যক্ত ঘরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
খুনি সম্পর্কে পুলিশ এখনও কোনো তথ্য পায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।